পঞ্চমবারের মতো স্থগিত প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৬:৪৪ পিএম

আবাহনী-মোহামেডান ম্যাচের একটি মুহূর্ত

আবাহনী-মোহামেডান ম্যাচের একটি মুহূর্ত

পঞ্চমবারের মতো স্থগিত করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। শুক্রবার দুপুরের পর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলমান শাটডাউনে চারবার লিগ শুরুর তারিখ পেছানোর পর শুক্রবার থেকে খেলা শুরুর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা ছিল বাফুফের।

বৃহস্পতিবার চূড়ান্ত সূচিও প্রকাশ করে তারা। নতুন সূচি অনুযায়ী, ৩০ জুলাই একই সময়ে বিকেল চারটায় দুটি ম্যাচ দুই ভেন্যুতে হওয়ার কথা ছিল।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে লড়াইয়ে নামার কথা ছিল চট্টগ্রাম আবাহনীর। আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের খেলা ছিল রহমতগঞ্জ এমএফসির বিপক্ষে।

তবে শুক্রবার খেলা মাঠে গড়ানোর ঘণ্টাখানেক আগে বিজ্ঞপ্তি দিয়ে খেলা স্থগিতের ঘোষণা দেয় ফেডারেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুলাই থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের অবশিষ্ট খেলাগুলো সাময়িকভাবে অবশিষ্ট খেলা সমূহ স্থগিত করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh