১৮ বছরের কম বয়সীদের জন্য ফেসবুকের নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৬:৫২ পিএম

১৮ বছরের কম বয়সীদের জন্য ফেসবুকের নতুন নিয়ম।

১৮ বছরের কম বয়সীদের জন্য ফেসবুকের নতুন নিয়ম।

অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের ফেসবুকে নিজস্ব আগ্রহ অনুসারে বিজ্ঞাপন দেখানো বন্ধ করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ১৮ বছরের নিচে শিশুদের নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে মাধ্যমটি।

গত বছরের সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে আহ্বান জানানো হয়েছিলো। এই আহ্বানে সাড়া দিয়ে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের জন্য তাদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো বন্ধ করা হলো।

রয়টার্স বলছে, ফেসবুকের বিজ্ঞাপনদাতারা এখন থেকে ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সংগে সংগে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh