গাইবান্ধায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৮:০১ পিএম

দুর্ঘটনাস্থল।

দুর্ঘটনাস্থল।

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের প্রশিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে একজন সিএনজির চালক, দুইজন নারী যাত্রী আর অপরজন কাভার্ডভ্যানের চালক ছিলেন।

আহত সিএনজির তিন যাত্রীর মধ্যে একজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বগুড়াগামী ট্রাকটি পলাশবাড়ীর উত্তর বাসস্ট্যান্ডে পৌঁছালে হঠাৎ করে ধাপেরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে দুই চালকসহ এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন সিএনজিতে থাকা শিশুসহ আরও তিনজন। তাদের মধ্যে পলাশবাড়ী হাসপাতালে নেয়ার পর আহত অপর এক নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মতিউর রহমান জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধারে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh