ছুটির দিনে ঢাকায় গ্রেফতার ৩৮১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৯:১৪ পিএম

রাজধানীর ধানমণ্ডি এলাকায় পুলিশের তৎপরতা। ছবি: পিআইডি

রাজধানীর ধানমণ্ডি এলাকায় পুলিশের তৎপরতা। ছবি: পিআইডি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে চলমান কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে শুক্রবার (৩০ জুলাই) নিয়ম ভাঙায় ৩৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ১০৮ জনকে জরিমানা করা হয়েছে ৬৭ হাজার ৯৪০ টাকা।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার রাজধানী থেকে ৩৮১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০৮ জনকে ৬৭ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ ৩২১টি গাড়িকে ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে বৃহস্পতিবার (২৯ জুলাই) ৫৬৮ জনকে গ্রেফতার করে ডিএমপি। এ সময় ২০৬ জনকে জরিমানা করা হয় ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা। এছাড়া ৪৩৮টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh