উৎসব

রহমান হেনরী

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৩:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনগুলো ঠিক দিনের মতো নয়
রাত্রিগুলো অন্ধকারের খনি
তক্ষুনি কেউ আনন্দ-সিম্ফনী
বাজিয়ে, বলছে, ‘‘এটাই তো সময়!
আসুন, হবেই উদ্বাহু উৎসব।’’

গোপনও নয়, প্রকাশ্যত শব
আঠার মতো আটকে আছে পথে;
অনেক মানুষ বিপণ্ণ-দ্বৈরথে
ভাবছে, জীবন এমনতরও হয়:
শোকের-সুখের মিশ্র অনুভব!

সাপ ও ব্যাঙের প্রসিদ্ধ সাক্ষাতে
টের পেয়ে যায় প্রকৃত নীরব:
বর্ষাকালের মুষল বৃষ্টি-রাতে
কার বিপদে কার কত উৎসব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh