করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১০:১২ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১২৫ জন। এ নিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে এবং আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়াল।  

শনিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।

মৃতরা হলেন- জেলার কাজিপুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৩), চৌহালী উপজেলার এনায়েতপুরের বাসিন্দা আব্দুল মজিদ মোল্লা (৮৪), একই উপজেলার সাহিদা খাতুন (৬০) ও কামারখন্দের গোলাম ওয়ালিউল আলম (৮৮)।  

এদের মধ্যে তিনজন এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো আট হাজার ৪৩ জনে। নমুনা পরীক্ষার তূলণায় শনাক্তের হার ৪০ দশমিক ৮৫ ভাগ। সুস্থ হয়েছেন মোট পাঁচ হাজার ২২৭ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh