বাকেরগঞ্জে ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১১:৩২ পিএম

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে দুটি যাত্রীবাহী ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে দুটি যাত্রীবাহী ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে দুটি যাত্রীবাহী ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২৫ জন।

শনিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জে মহাসড়কের গোলদারবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত ট্রলি চালক মো. সুমন (২৫)। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি বড়বাড়ির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং আহত সূত্রে জানা গেছে, ‘লেবুখালী ফেরিঘাট থেকে একটি ট্রলি গাড়িতে যাত্রী বোঝাই করে বরিশালের দিকে যাচ্ছিল। বাকেরগঞ্জের গোলদারবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এতে দুটি ট্রলিতে থাকা ২৫ যাত্রী এবং চালক মো. সুমন গুরুতর আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক সুমনের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন, ‘দুর্ঘটনা কবলিত দুটি ট্রলিগাড়ি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh