ফেসবুকে নারীর আপত্তিকর ছবি প্রকাশ, যুবকের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১১:৩৮ পিএম

কক্সবাজারের পেকুয়ায় এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

কক্সবাজারের পেকুয়ায় এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

কক্সবাজারের পেকুয়ায় এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হারুন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। 

শুক্রবার (৩০ জুলাই) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা করেন। মো. হারুন উপজেলার সদর ইউনিয়নের মগকাটা এলাকার নুরু মিয়ার ছেলে। 

এজাহার সূত্রে জানা গেছে, ৩ জুলাই থেকে ১৮ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় হারুন বসতঘরের বেড়ার ফাঁক দিয়ে ওই নারীর ছবি তোলেন। সেই ছবি দেখিয়ে ওই নারীকে জিম্মি করার চেষ্টা করেন। একপর্যায়ে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী।

মামলার বাদী বলেন, হারুন আমাকে জিম্মি করার উদ্দেশ্যে কৌশলে ছবি তোলে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। আমি তার কঠোর শাস্তি চায়।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ওই নারীর আপত্তিকর ছবি তুলে তাকে জিম্মি করতে চেয়েছিলো আসামি। এতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে সেই ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আসামিকে ধরতে পুলিশের তৎপরতা চলছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh