করোনাভাইরাস : মৃত্যু বেড়েছে ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ১২:২০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট। ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃতের সংখ্যা ফের বেড়েছে। হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় নয়জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন।

আজ রবিবার (১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের নাজমা (৭০), নুরজাহান (৬৫), আব্দুর রউফ (৬৫) মুক্তাগাছার সালমা (৪২), ত্রিশালের সুলতান (৭২), গৌরীপুরের মতিউর (৭০), গাজীপুরের শ্রীপুরের খোদেজা (৫০), টাঙ্গাইলের ঘাটাইলের মোশারফ (৫২) ও মধুপুরের আব্দুল হামিদ (৫২)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মোবারক (৭০), শিরিন (৫৫), হামিদা (৭০), নাজমা (৫০), নান্দাইলের আব্দুল জব্বার (৮০), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৫৯), জহির (৩৩), ত্রিশালের লাভলী (৫৫), মুক্তাগাছার মাহফুজুল (৬৯), নুরজাহান (৮০), জামালপুরের সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জৈনুদ্দিন (৩৩)।

ডা. মুন জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫২৮ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২ জনের। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৩ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh