ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ১২:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ লোক করোনায় আক্রান্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় জেলাতে ১২১ টি রিপোর্টের মধ্যে নতুন করে আরো ৬৭ জনের করোনা শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৪৭ জনের। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। জেলায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮৮ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৬৯০ জন। 

সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ কাজ করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। সে সাথে যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh