আগামীকাল সকাল ৬টা পর্যন্ত চলবে লঞ্চ : বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০২:১১ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২১, ০২:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তৈরি পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় শ্রমিকদের কর্মস্থলে ফেরার চাপ থাকায় আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

আজ রবিবার (১ আগস্ট) দুপুরে বিআইডব্লিউটিএ'র পরিচালক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনো রাস্তায় অনেক মানুষ আছে। সবাই তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এজন্য আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ব ঘোষণা অনুসারে, আজ দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার কথা ছিল। শ্রমিকেরা সবাই আসতে না পারায় লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হলো। 

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ জুলাই মধ্যরাত থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী  সরকার ফের কঠোর বিধিনিষেধ দিয়েছে। তবে ১ আগস্ট কলকারখানা আবার চালুর ঘোষণা আসার পর গণপরিবহন চলাচল বন্ধ থাকা সত্বেও শনিবার হাজার হাজার মানুষ ঢাকায় ফিরতে শুরু করে। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরে আসার জন্য শ্রমিকদের ঢল নামে। এরপরই যাত্রীবাহী লঞ্চ ও গণপরিবহন চালুর ঘোষণা দেয়া হয়।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh