খুলনায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০৩:০৫ পিএম

খুলনায় মৎস্য ঘেরে মরে ভেসে উঠেছে লক্ষাধিক টাকার মাছ

খুলনায় মৎস্য ঘেরে মরে ভেসে উঠেছে লক্ষাধিক টাকার মাছ

খুলনায় বিষক্রিয়ায় মরে ভেসে উঠেছে কৃষকের ঘেরের লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ। জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামের কৃষক রবীন্দ্রনাথ মন্ডলের ঘেরের এ চিত্র দেখতে ভিড় করছেন গ্রামবাসী। 

আজ রবিবার (১ আগষ্ট) সরেজমিনে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় চাষি রবীন্দ্রনাথ মুষড়ে পড়েছেন। 

তবে, মাছ মরার কারণ খুঁজে না পেলেও তার ক্ষতি করতে কেউ ঘেরে বিষ দিতে পারে বলে সন্দেহ করছেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন রবীন্দ্রনাথ। 

রবীন্দ্রনাথ জানান, তিনি নিজ বাড়ি সংলগ্ন সাত বিঘা জমির দুইটি ঘেরে চলতি মৌসুমে বাগদা, গলদা, জাপানি রুই, তেলাপিয়া, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন। এ মৌসুমে প্রতিদিনই চার/পাঁচ কেজি করে বাগদা-গলদা ধরে বিক্রি করছিলেন। এছাড়া সাদা মাছও হয়েছিল প্রচুর পরিমাণে। 

তিনি আরো জানান, সর্বশেষ শুক্রবার (৩০ জুলাই) তিনি তার ঘের থেকে মাছ আহরণ করেন। কিন্তু শনিবার (৩১ জুলাই) ভোরে মাছ ধরতে গিয়ে দেখতে পান বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠেছে। আজও মাছ মরে ভেসে ওঠে। এতে লক্ষাধিক টাকার মাছ মরে গেছে বলে তার ধারণা। 

ঘেরজুড়ে মরা মাছ দেখে হতাশ হয়ে পড়েন তিনি। এ ঘটনায় তিনি ডুমুরিয়া থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh