পঞ্চগড়ে ২১টি গাছসহ গাঁজাচাষি আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০৩:১৬ পিএম

গাঁজা গাছসহ আটক নুরুজ্জামান। ছবি : পঞ্চগড় প্রতিনিধি

গাঁজা গাছসহ আটক নুরুজ্জামান। ছবি : পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ২১টি গাঁজা গাছসহ নুরুজ্জামান (৩৫) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (৩১ জুলাই) উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।  

আটোয়ারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষীদ্বার গ্রামে অভিযান চালিয়ে নুরুজ্জামানকে আটক করে।

এসময় আটক নুরুজ্জামানের বসতঘরের দক্ষিণ-পূর্ব কোণে বড় আম গাছের নিচে গাঁজা গাছের বাগান করেছিল, সেখান থেকে ২১টি  গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন বলেন, গাঁজার গাছসহ আটক নুরুজ্জামানের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 

তিনি আরো বলেন, আজ রবিবার (১ আগস্ট) আটক ব্যক্তিকে পঞ্চগড় আদালতে প্রেরণ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh