সিলেট বিভাগে রেকর্ড ৯৯৬ জনের করোনা শনাক্ত

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০৩:৫৩ পিএম

সিলেট বিভাগের মানচিত্র

সিলেট বিভাগের মানচিত্র

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ২ হাজার ৫৬৬ জনের নমুনা পরীক্ষায় করা হয়। শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। 

একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে নয়জনের। এ নিয়ে বিভাগে ৭০২ জনের মৃত্যু হলো। 

আজ রবিবার (১ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন ওসমানী হাসপাতালে, সিলেট জেলার চারজন ও  সুনামগঞ্জের দুইজন রয়েছেন। 

বিভাগে করোনায় মৃতদের মধ্যে সিলেটে ৫৪৪, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ৬০ ও ওসমানী হাসপাতালে ১৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এই নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪০৫ জন। এ বিভাগে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৫২ জন।

সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ। 

এছাড়া ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৪৩ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh