বিল ও মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ১২:৪৫ পিএম

 বিল গেটস ও মেলিন্ডা গেটস

বিল গেটস ও মেলিন্ডা গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। গতকাল সোমবার (২ আগস্ট) এ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

এর আগে গত ৩ মে বিল ও মেলিন্ডা বিচ্ছেদের জন্য আবেদন করেন। এর মধ্য দিয়ে ২৭ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন তারা। 

ওই ঘোষণার তিন মাস পর তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। অবশ্য আদালতের নথি বলছে, বিচ্ছেদের পরও নিজের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের।

ওই সময়ই তারা বলেছিলেন, তাদের সম্পদ কীভাবে বণ্টন করা হবে, এ নিয়ে মতৈক্যে পৌঁছেছেন তারা। কিন্তু গতকাল আদালতের যে আদেশ এসেছে, তা থেকে এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া তাদের মধ্যে কী ধরনের চুক্তি হয়েছে, তাও জানা যায়নি।

এ বিচ্ছেদের ক্ষেত্রে আদালতও সতর্ক অবস্থান নিয়েছেন। আদালত শুধু বলেছেন, বিচ্ছেদের শর্ত অনুসারে তারা তাদের দায়িত্ব পালন করবেন। যদিও বিল ও মেলিন্ডা কী কী শর্তের ওপর ভিত্তি করে বিচ্ছিন্ন হচ্ছেন, এ বিষয়গুলো আদালতে উত্থাপন করা হয়নি।

গত আশির দশকের শেষের দিকে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন মেলিন্ডা। এরপরই দু’জনের পরিচয় হয়। পরে ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ ২৭ বছরের বৈবাহিক জীবনে তাদের সংসারে জন্ম হয় তিন সন্তানের। - রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh