বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৫:২৪ পিএম

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আলোচনা-সমালোচনা জল্পনা-কল্পনা আর শর্তের বেড়াজালে ঘেরা অস্ট্রেলিয়া সিরিজের সেই মহেন্দ্রক্ষণ এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে খেলা। ইতিমধ্যে দুই দল মাঠেও চলে এসেছে। তবে ম্যাচ বৃষ্টির কবলে পড়তে পারে বলে আশঙ্কা আবহওয়া অফিস। 

আজকের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার পর ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি বেশি সময় স্থায়ী হবে না৷ রাত দশটার দিকেও হতে পারে বৃষ্টি। আজ ঢাকায় সর্ব্বোচ্চ ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

৫ টি-টোয়েন্টির প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

মাঠে এসেই ব্যাট নিয়ে ইনডোরের দিকে চলে যান মোহাম্মদ মিথুন ও মাহেদী হাসান। আর শের-ই-বাংলায় ব্যাটিং অনুশীলন করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাকিরা ব্যস্ত ওয়ার্মআপ আর রানিংয়ে। কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে পিচ দেখেছেন মোস্তাফিজুর রহমানরা। সঙ্গে ছিলেন অন্য কোচিং স্টাফরাও।

এদিকে অস্ট্রেলিয়া দল মাঠে এসেই ব্যস্ত হয়ে পড়েন ওয়ার্ম-আপে। আর কোচ-অধিনায়ক ড্রেসিংরুম থেকে বেরিয়ে পিচ দেখায় ব্যস্ত ছিলেন। এখন এক নম্বর উইকেটে বল নিয়ে হাত ঘোরাচ্ছেন স্পিনাররা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh