তিন মাসে দুইবার মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৫:১৫ পিএম

কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসি ও নেইমার। ছবি: এএফপি

কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসি ও নেইমার। ছবি: এএফপি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের সূচি প্রকাশ করেছে অঞ্চলের ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবোল। নতুন সূচিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী তিন মাসে মুখোমুখি হচ্ছে দুইবার।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মিলিয়ে আর্জেন্টিনাকে মোট ৮টি ম্যাচ খেলতে হবে এই বছর।

লিওনেল মেসিদের বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় পর্ব শুরু করতে হচ্ছে ২ সেপ্টেম্বর। ওই দিন ভেনেজুয়েলার বিপক্ষে তাদের মাঠে নামছে আর্জেন্টিনা।

পাঁচ দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর হবে দক্ষিণ আমেরিকার সুপারক্লাসিকো। ব্রাজিলের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা।

১০ সেপ্টেম্বর ঘরের মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ওইদিন বলিভিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তে।

এরপর বাছাইপর্বে প্রায় এক মাসের বিরতি। অক্টোবরেও ৩টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

৭ অক্টোবর আবারও অ্যাওয়ে ম্যাচ। এবারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

পাঁচ দিন পর ১২ অক্টোবর নিজ মাঠে আর্জেন্টিনা লড়বে সুয়ারেস-কাভানির উরুগুয়ের বিপক্ষে।

আর অক্টোবরের শেষ ম্যাচে নিজ মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালিস্ট পেরুর মোকাবিলা করবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ রাউন্ডে নভেম্বর মাসে দুটি ম্যাচ খেলবে কোপা বিজয়ীরা।

১১ নভেম্বর উরুগুয়ের মাঠে যাচ্ছে মেসি-দি মারিয়ারা। আর ১৬ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ দিয়ে বছরের আন্তর্জাতিক সূচি শেষ করবে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে দুই নম্বরে আছে স্কালোনির দল। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।

৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর। আর ৮ পয়েন্ট নিয়ে চারে আছে উরুগুয়ে।

সবশেষ কোয়ালিফাইং অবস্থানে আছে কলম্বিয়া। উরুগুয়ের সমান ৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা আছে ৫ নম্বরে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল খেলবে বিশ্বকাপে। পঞ্চম দলকে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নের সঙ্গে প্লে-অফ ম্যাচ খেলতে হয়।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh