২৪১ মৃত্যুর দিনে শনাক্ত ছাড়াল ১৩ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৫:৩৫ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ০৫:৪৪ পিএম

ঢামেক হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। ছবি: স্টার মেইল

ঢামেক হাসপাতালে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। ছবি: স্টার মেইল

গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ২১ হাজার ৬৩৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

মৃত ২৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ১১৬ জন নারী। এদের মধ্যে ১৮ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৫৪৪ জন এবং নারী ৭ হাজার ৯৪ জন।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৫, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ২২ ও ২১ থেকে ৩০ বছরের ৫ জন মারা গেছেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh