৯৯৯-এ কল: সাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৫:৪৮ পিএম

৯৯৯-এ কল পেয়ে সাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ছবি: সংগৃহীত

৯৯৯-এ কল পেয়ে সাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে ভাসা একটি ফিশিং বোটের ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

কুতুবদিয়া থেকে ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোট থেকে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (৪ আগস্ট) সকালে উদ্ধারকৃতদের তাদের বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রবিবার (১ আগস্ট) ১৭ জন জেলে ফিশিং বোট নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তিন দিন ভাসমান থাকার পর মঙ্গলবার তারা মোবাইল নেটওয়ার্ক পান। তখন বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে উদ্ধারকারী জাহাজ ‘অনুসন্ধান’ গিয়ে তাদের উদ্ধার করে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে বুধবার (৪ আগস্ট) সকালে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বানৌজা অনুসন্ধান ফিশিং বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh