শর্ত সাপেক্ষে সৌদিতে যেতে পারবেন চীনা টিকা গ্রহণকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৮:৪৬ পিএম

১৭ মাস পর বিদেশিদের প্রবেশের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব

১৭ মাস পর বিদেশিদের প্রবেশের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব

চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সিনোফার্ম ও সিনোভ্যাক গ্রহণকারীদের শর্ত সাপেক্ষে ভ্রমণের অনুমতি দিচ্ছে সৌদি আরব। 

দেশটির ই-ভিসা পোর্টালে জানানো হয়েছে, এসব টিকা গ্রহণকারীদের ভ্রমণের আগে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর ওই বুস্টার ডোজটি হতে হবে সৌদি আরবে অনুমোদন পাওয়া চারটি টিকার যেকোনও একটির। উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন করেছে।

আগামী ১ আগস্ট থেকে বিদেশি ভ্রমণকারীদের জন্য নিজেদের দরজা উন্মুক্ত করে দিয়েছে  সৌদি আরব। নিজেদের অনুমোদিত চারটি টিকার যেকোনও একটির পূর্ণ ডোজ গ্রহণকারীদের প্রবেশের অনুমতি দেবে তারা। তবে এবারে চীনা টিকা গ্রহণকারীদেরও সুযোগ দেয়ার কথা জানিয়েছে তারা।

করোনাভাইরাসের মহামারি শুরুর পর প্রায় ১৭ মাস ধরে বিদেশিদের প্রবেশ বন্ধ রাখে সৌদি আরব। গত সপ্তাহে বিদেশিদের প্রবেশের অনুমতি দেয়ার ঘোষণা দেয় রিয়াদ।

করোনাভাইরাসের মহামারির কারণে রিয়াদের রাজস্ব আদায়ের অন্যতম বড় খাত হজ ও উমরাহ বিঘ্নিত হয়। বর্তমানে কেবলমাত্র টিকা গ্রহণকারী যেসব বিদেশি নাগরিক সৌদি আরবে অবস্থান করছেন তারাই হজ ও উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh