আজ ব্যাংক খোলা, লেনদেন বেলা আড়াইটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৮:৫৩ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) ব্যাংক খোলা থাকছে। আজ ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

দেশে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে গত ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল।  

গত ২৮ জুলাই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।

এতে বলা হয়েছে, ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংক খোলা থাকবে এবং এদিনগুলোতে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh