রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১০:০৬ পিএম

প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

নূরে আজম মিয়া বলেন, নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে পর্নোগ্রাফি আইনে। এ মামলায় রাজের সহযোগী মো. সবুজ আলীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সন্ধ্যার দিকে নজরুল ইসলাম ওরফে রাজ ও মো. সবুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এরপর রাতে আদালত তাদের দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

বুধবার রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে রাজকে আটক করে র‍্যাব। তখন তার বাসা থেকে মাদকদ্রব্য ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh