জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত হানিফ আলী

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১১:২৬ পিএম

 হানিফ আলী বিশ্বাস।

হানিফ আলী বিশ্বাস।

যশোরের চৌগাছা উপজেলা নারায়ণপুর ইউনিয়নের বুন্দলিতলা গ্রামের বাসিন্দা হানিফ আলী বিশ্বাস। এনআইডি নং- ৪১১১১৫১০৮০৮০৫। পিতার নাম শহর আলী বিশ্বাস। কৃষক হানিফ আলী দুই মেয়ে ও ছয় ছেলে সন্তানের বাবা। বর্তমানে সাংসারিকসহ সকল কাজ পরিচালনা করছেন। কিন্তু এনআইডি কার্ডে সাত বছর আগে মৃত দেখানো হচ্ছে  বলে চৌগাছাসহ যশোরে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

হানিফ আলী জানান, সম্প্রতি অনলইনে জমি রেজেস্ট্রিশন করতে গেলে তিনি সমস্যায় পড়েন। এর পরে তিনি বুধবার (৪ আগস্ট) কোভিড-১৯ টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে গিয়েও একই সমস্যায় পড়েন। এসময় কম্পিউটার অপারেটররা তার এনআইডি কার্ডে সমস্যা আছে জানিয়ে নির্বাচন অফিসে যোগাযোগ করতে পরামর্শ দেন। 

উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন, ভোটার তালিকা হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারী মাঠ কর্মকর্তা ভুলে সাত বছর আগে তাকে মৃত দেখিয়েছেন। যে কারনে অনলাইনে সেবা নিতে পারছেননা তিনি। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, লিখিতভাবে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh