অব্যবহৃত টায়ার, ডাবের খোসা জমা দিলে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৫:৪৩ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অব্যবহৃত টায়ার, টিউব ও ডাবের খোসা জমা দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। করপোরেশনের কাউন্সিলর কার্যালয় কিংবা নগরভবনে এসব জমা দিতে হবে।

শনিবার (৭ আগস্ট) নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা নিয়ে আসুন। ডাবের খোসার জন্য ৫ টাকা। টায়ার ও কমড নিয়ে আসুন। তার জন্য আমি ৫০ টাকা করে পুরস্কার দেবো। সেই সঙ্গে নিজেদের বাসাবাড়িও পরিষ্কার করুন। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসাবাড়ি পরিষ্কার কোনও লজ্জার না। আমাদের নিজেদের বাসা বাড়িতে পানি জমতে দেওয়া যাবে না।

ছাদবাগান করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আপনারা ছাদবাগান করবেন। কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন। কিন্তু তার টবে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় কিছু থাকলে তা পরিষ্কার রাখতে হবে। আমাদের বাসাবাড়ি, নিজের আঙিনা, অফিস আদালত পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবন মালিকদের সচেতন করতে হবে।’

এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দায় নিতে হবে না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। দায় এবং দায়িত্বশীলতা নিয়েই কাজ করতে হবে। আর যেন কেউ মৃত্যুবরণ না করে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh