স্বর্ণ আত্মসাৎ: ওসিসহ ৬ পুলিশ সদস্যের রিমান্ড

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৬:১৯ পিএম

গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলাম।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলাম।

ফেনীতে স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় করা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামের চারদিন ও বাকিদের তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ খান এ আদেশ দেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- ফেনীর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে আত্মসাৎ করা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, গোপাল কান্তি দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রামের হাজারী গলিতে ব্যবসা করেন। গত ৮ আগস্ট বিকেলে তিনি এক কোটি ২৪ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় ডিবি পুলিশ তার গাড়ি থামায়। পরে তাকে আটক করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেন তারা।

এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) ফেনী সদর মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে রাতে গ্রেফতার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh