প্রথমবার মরক্কো সফরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৬:৫৪ পিএম

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ

প্রথমবারের মতো ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ মরক্কো সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইয়ার লাপিদ। তিনি মরক্কোর রাজধানী রাবাতে ইসরাইলের কূটনৈতিক মিশনের উদ্বোধন করবেন।

দু’দিনের এই সফরে তিনি ক্যাসাব্লাঙ্কার ঐতিহাসিক বেথ-এল মন্দির পরিদর্শন করবেন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতার সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে গত ডিসেম্বরে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করে মরক্বো। ২০২০ সালে যেসব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে মরক্কো তাদের মধ্যে একটি। 

বাকি দেশগুলো হলো:- বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম সাহারার ওপর মরক্কোর কর্তৃত্বকে স্বীকৃতি দেয়ার পর তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে রাবাত। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর বংশোদ্ভূত প্রায় ৭ লাখ ইহুদি বর্তমানে ইসরাইলে বসবাস করছে।

সম্পর্ক স্বাভাবিক করার পর মরক্কোর সঙ্গে গত জুলাইয়ে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করে ইসরাইল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh