আফগানিস্তান নিয়ে শান্তি প্রার্থনা রশিদ-নবীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১২:০০ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২১, ১২:০১ পিএম

 মোহাম্মদ নবী ও রশিদ খান। ফাইল ছবি

মোহাম্মদ নবী ও রশিদ খান। ফাইল ছবি

আফগানিস্তানে গত প্রায় ২০ বছর ধরে চলমান যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সদ্য ক্ষমতাগ্রহণকারী সশস্ত্র সংগঠন তালেবান। সংগঠনটির যোদ্ধারা কাবুলে প্রবেশের পর দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে দেশ ত্যাগে মরিয়া শত শত আফগান কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছেন।

এ অবস্থায় শুধু শান্তিই চাইলেন আফগানিস্তানের লেগ স্পিনার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। 

তিনি টুইট করে শুধু লিখেছেন, ‘শান্তি’। আফগানিস্তানের পতাকার সাথে প্রার্থনার ইমোজিও ব্যবহার করেছেন তিনি।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলতে এখন ইংল্যান্ডে আছেন। সেখান থেকেই কদিন আগে বিশ্বনেতাদের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

তিনি লিখেছেন, ‘আমার দেশে নৈরাজ্য চলছে। প্রতিদিন নারী, শিশুসহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হাজারো পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন অবস্থায় ছেড়ে যাবেন না। আফগান হত্যা বন্ধ করুন। আফগান পতাকা ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।’

রশিদের মতো মোহাম্মদ নবীও আফগানিস্তানে শান্তি চান। তিনিও টুইটারে লিখেছেন, ‘আফগান হিসেবে আমার প্রিয় দেশকে এমন অবস্থায় দেখে রক্তক্ষরণ হচ্ছে আমার। আফগানিস্তানে নৈরাজ্য চলছে, বিশৃঙ্খলা বেড়ে গেছে, ট্র্যাজেডি বেড়ে গেছে। মানবতা আজ সংকটাপন্ন সেখানে। মানুষ ঘরছাড়া হয়ে কাবুলে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছে। আমি বিশ্বের নেতাদের কাছে আবেদন করি, তারা যাতে আফগানিস্তানকে এমন অবস্থায় ছেড়ে না যান। আপনাদের সমর্থন প্রয়োজন আমাদের। আমরা শান্তি চাই।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে গড়া তহবিলে সহায়তাও চেয়েছিলেন রশিদ। আফগানিস্তানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট অ্যাসোসিয়েশন নামের একটি লন্ডনভিত্তিক সংস্থাও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh