কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১২:১২ পিএম

অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ বাংলাদেশি। ছবি : সংগৃহীত

অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ বাংলাদেশি। ছবি : সংগৃহীত

কুয়েতের এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গতকাল শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, তারা সবাই ওই এলাকায় কৃষি কাজ করতেন। তারা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের খুরশিদ আলী (৪৮), মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাগুরা গ্রামের কামাল উদ্দিন (৫১) ও সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফাইত গ্রামের মোহাম্মদ ইসলাম (৩২)। 

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ আলকাছ নামে আরেক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, শ্রম কাউন্সেলর আবুল হুসেন, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী তৌহিদ ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এসময় তারা নিহতদের মরদেহ দেশে পাঠানোর ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh