বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকে দোয়া মাহ্ফিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১২:১৩ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২১, ১২:১৬ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকে দোয়া মাহ্ফিল

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকে দোয়া মাহ্ফিল

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড দোয়া মাহ্ফিলের আয়োজন করে।

গতকাল রবিবার (১৫ আগস্ট) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করেন- ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, মো. জাহেদুল হক, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান, মো. আবুল হোসেন, নজমুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ। 

উক্ত দোয়া মাহ্ফিলের শুরুতে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহর দরবারে ১৫ই আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

তিনি বলেন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই মানুষটিকে (বঙ্গবন্ধু) দেশদ্রোহী ষঢ়যন্ত্রকারীরা স্বপনের সোনার বাংলা গড়ার সময় দেয়নি, আজ যদি তিনি বেঁচে থাকতেন বাংলাদেশ আরো অনেক আগেই উন্নত দেশ হতে পারতো। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে চলছে, আমরা ইতিমধ্যেই উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ তথা বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব ইনশাল্লাহ্। 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্যাংকের ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্টয়ের কোঅর্ডিনেটর জনাব মো. মোহন মিয়া।- বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh