কী হচ্ছে টিকটকের নামে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০২:১৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় বহু শিক্ষার্থী টিকটক নামক সামাজিক মাধ্যমে আকৃষ্ট হয়ে পড়েছে। এটি তরুণদের ওপর বিরাট প্রভাব ফেলছে। 

জানা গেছে, টিকটকের প্রভাবে অনেকে ব্যঙ্গাত্মক ভিডিও নির্মাণে ব্যস্ত সময় পার করছে। অনেকে বুঝে না-বুঝে মানহীন, অর্থহীন ভিডিও তৈরি করছে। এ সামাজিক মাধ্যমের উদ্দেশ্য বিনোদন প্রদান করা, কিন্তু এটি এখন আর নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই।

সামাজিক মাধ্যমের নাম করে এখন অনেকে এমন ভিডিও তৈরি করছে, যাতে কুরুচি প্রাধান্য পাচ্ছে। এই সামাজিক মাধ্যমের নাম করে যেভাবে অবৈধ লেনদেনের খবর পাওয়া যাচ্ছে, তা খুবই উদ্বেগজনক। এখনই এসব বন্ধ করা উচিত। একইসাথে দ্রুত করোনাভাইরাসের টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেয়া দরকার। তা না হলে শিক্ষার্থীরা নানা ধরনের অর্থহীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh