কাবুল বিমানবন্দরে ‘নিহত ৫’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০২:২১ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২১, ০২:২২ পিএম

কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে এক তালেবান সদস্যের প্রহরা। ছবি : রয়টার্স

কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে এক তালেবান সদস্যের প্রহরা। ছবি : রয়টার্স

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আজ সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরে শত শত আফগান নাগরিকের জোর করে উড়োজাহাজে উঠে আফগানিস্তান ত্যাগের চেষ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পাঁচ ব্যক্তির মৃতদেহ একটি গাড়িতে উঠাতে দেখেছেন তিনি।

এর আগে বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা সোমবার সকালে জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছুড়েছিল বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

তবে নিহতরা গুলিতে না ভিড়ের চাপে মারা গেছেন তা স্পষ্ট নয় বলে রয়টার্সকে জানিয়েছেন আরেকজন প্রত্যক্ষদর্শী।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল খবর প্রকাশ করেছে যে, কাবুল বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পত্রিকায় বলা হয়েছে, তিনজনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

গতকাল রবিবার (১৫ আগস্ট) তালেবান বিদ্রোহীরা রাজধানী কাবুলে প্রবেশ করার পর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান ওই বিমানবন্দরে জড়ো হন। বিমানবন্দরের টারমাকের ওপর দিয়ে তাদের দৌড়াদৌড়ি থামাতে যুক্তরাষ্ট্রের সেনারা শূন্যে গুলি ছুড়ে বলে জানিয়েছিলেন ওই মার্কিন কর্মকর্তা। -রয়টার্স ও বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh