এবার মেসেঞ্জার কলে ‘গোপনীয়তা’ চালু ফেসবুকের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০২:৪২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বার্তা আদান-প্রদানের মেসেঞ্জার অ্যাপে পরিবর্তন নিয়ে এসেছে ফেসবুক। মেসেঞ্জারের ভিডিও ও ভয়েস কলে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম চালু করেছে টেক জায়েন্টটি। টেক্সট ভার্সনের পর এবার এই গোপনীয়তার নীতিমালা অনুসরণ করল তারা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটসহ একাধিক গণমাধ্যমের খবর, অডিও ও ভিডিও কলের পরিমাণ দ্রুত বাড়ায় এমন গোপনীয়তার নীতিমালা অনুসরণ করল ফেসবুক। যেটি টেক্সট মেসেজে ফেসবুক চালু করেছিল ২০১৬ সালে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছেন, ইনস্টাগ্রামেও ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ ফিচার চালু করার কথা ভাবছে তারা। পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ ছাড়া মেসেঞ্জারের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের নতুন আপডেট নিয়ে এসেছে ফেসবুক। এখন থেকে মেসেজ মুছে দেয়ার সময়সীমা ব্যবহারকারীরা ঠিক করে দিতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh