বেতন বৈষম্য নিরসনে ৫ দফা বাস্তবায়ন ও সরাসরি সাক্ষাৎ এর আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৮:৪৬ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২১, ০৮:৪৭ পিএম

বেতন বৈষম্য নিরসনে ৫ দফা বাস্তবায়ন ও সরাসরি সাক্ষাৎ এর আবেদন

বেতন বৈষম্য নিরসনে ৫ দফা বাস্তবায়ন ও সরাসরি সাক্ষাৎ এর আবেদন

সোমবার (১৬ আগস্ট) ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের পক্ষ থেকে নবম পে-স্কেল ঘোষণা এবং বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে সরকারি কর্মচারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আমরা প্রজাতন্ত্রের ১১-২০ গ্রেডের কর্মচারীগণ বর্তমান বাজার ব্যবস্থায় অতি কষ্টে দিনাতিপাত করছি। ২০১৫ সালের পে-স্কেলের পর কয়েকদফা নিত্য পণ্যের বাজার বৃদ্ধি পেলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন স্কেল বাড়েনি। এছাড়া চলমান ২০টি গ্রেডের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান।

বেতন বৈষম্যসহ কর্মচারীদের ৫ দফা দাবি আপনার হস্তক্ষেপ ছাড়া পূরণ করা সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বৈষম্যমুক্ত দেশ গড়া। সেই স্বপ্ন পূরণে কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন করে মানবেতর জীবন যাপন থেকে রক্ষা করা জরুরি।কর্মচারীদের মনের দুঃখ-দুর্দাশার কথা বলার জন্য আপনার সাক্ষাত একান্ত জরুরি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh