সাড়ে ১৩ হাজার কোটি টাকা ঋণ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১১:৩৫ পিএম

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন, ৪৮ কোটি ১০ লাখ ইউরো লোকসানে আছে ক্লাব। ৬৩ কোটি ১০ লাখ ইউরো আয়ের বিপরীতে খরচ ১১৩ কোটি ৬০ লাখ ইউরো। 

করোনার কারণে বার্সা ৯ কোটি ১০ লাখ ইউরো আয় থেকে বঞ্চিত হয়েছে বলেও জানান লাপোর্তা। আর আজকের দিন পর্যন্ত বার্সার মোট ঋণের পরিমাণ ১৩৫ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় সাড়ে ১৩ হাজার (১৩ হাজার ৪৮৯) কোটি টাকা। 

লাপোর্তা বলেন, আমাদের ঋণ এবং আমাদের কাছে অন্যদের ঋণের মধ্যে পার্থক্য ৫৫ কোটি ১০ লাখ ইউরো। অনেক বড় অঙ্ক।’

ক্লাবের ব্যাংকঋণও বেড়েছে জানিয়ে লাপোর্তা বলেন, ব্যাংকের কাছে ঋণ অনেক বেড়ে ৬৭ কোটি ৩০ লাখ ইউরোয় ঠেকেছে। সভাপতির দায়িত্ব নেয়ার পর আমরা গোল্ডম্যান স্যাকসের কাছে সংক্ষিপ্ত মেয়াদে ৮ কোটি ইউরো ঋণ নিই। তা না হলে আমরা বেতন দিতে পারতাম না।

তিনি আরও বলেন, টিভি স্বত্ব থেকে ৭ কোটি ৯০ লাখ ইউরো আগাম নেয়া হয়েছে। খেলোয়াড় বিক্রি থেকেও একটা অংশ আগাম মিলেছে। আর ৯ শতাংশ সুদ পরিশোধ করে ব্যাংকের সঙ্গেও কথা চালিয়ে নেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh