এমবাপেকে পিএসজিতে থাকার অনুরোধ মেসি-নেইমারের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৫:৫৪ পিএম

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে মন চাইছে না কিলিয়ান এমবাপের। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ নেই এই ফরাসি ফরোয়ার্ডের।

ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তে বলছে, পিএসজিতে লিওনেল মেসির আগমনে বিরক্ত এমবাপে। কারণ তিনি এখন আর পিএসজির মূল খেলোয়াড় নন। মেসির ছায়ায় ঢেকে ক্যারিয়ার এগিয়ে নিতে চান না এমবাপে। তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, যেখানে তিনি হবেন দলের প্রধান খেলোয়াড়।

সব মিলিয়ে ফরাসি বিশ্বকাপজয়ী এই ফুটবলার মন-মানসিকভাবেই পিএসজি ছেড়ে গেছেন বলতে গেলে।

যদিও পিএসজি চাইছে মেসি-নেইমারের সঙ্গী হয়ে থাকুক এমবাপে। তাকে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয় ক্লাবটি। 

পিএসজির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, এমবাপের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না। 

এ নিয়ে মঙ্গলবার এমবাপের প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে সেই বৈঠক।

অবশেষে বিষয়টিতে নাক গলিয়েছেন মেসি-নেইমার। তারা এমবাপেকে অনুরোধ করেছেন, আর একটি বছর যেন তিনি প্যারিসে থেকে যান।

তারা জানিয়েছেন, যেহেতু ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপের। তবে মাঝপথে কোথাও না গিয়ে এ বছরটা পিএসজিতেই খেলুক এমবাপে এর পর যখন এমনিতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তখন না হয় অন্য ক্লাবে যাবেন।

সতীর্থদের সেই অনুরোধ এমবাপে রাখবেন কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ইতিমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, এমবাপে এই মৌসুমে ক্লাব ছাড়বেন না। আরও একটি মৌসুম তিনি প্যারিসে থাকবেন।

এদিকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ তারকাকে দলে ভেড়াতে চাইছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যে কোনো মূল্যে এমবাপেকে চায় ক্লাবটি।

এমন খবরে নড়েচড়ে বসেছে ইংলিশ ক্লাব লিভারপুলও। এমবাপেকে দলে ভেড়াতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও। শুধু ইচ্ছার কথাই জানায়নি ক্লাবটি। এমবাপেকে কিনতে ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা) প্রস্তাবও দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh