ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন বাবুনগরী: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৫:৫৯ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জুনায়েদ বাবুনগরী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জুনায়েদ বাবুনগরী।

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ইসলামি চিন্তাবিদ ও পণ্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ কথা বলেন। এদিন দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার।

ফখরুল বলেন, ‘মরহুম জুনাইদ বাবু নগরী বাংলাদেশে ইসলামি জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh