রোহিঙ্গা নিয়ে ট্রলারডুবি: আরো এক শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৮:৪০ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২১, ০৮:৪৪ এএম

ট্রলারডুবির ঘটনায় আরো এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : নোয়াখালী প্রতিনিধি

ট্রলারডুবির ঘটনায় আরো এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবিতে মৃত নূর হাফেজ (৭) নামে আরো এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ভাসানচর ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের আমির হামজার ছেলে। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। 

তবে এখনো ১৩ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে।    

গতকাল শুক্রবার (২০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে সীতাকুণ্ড থানার পশ্চিম সৈয়দপুর এলাকার নদীর পাড়ের প্যারাবন থেকে সীতাকুন্ড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৪ জন রোহিঙ্গার মরদেহের পরিচয় শনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ১৩ আগস্ট রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh