সহযোগী অধ্যাপক হলেন ১০৯১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৬:২১ পিএম

এক হাজার ৯১ জনকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার

এক হাজার ৯১ জনকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার

এক হাজার ৯১ জনকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করতে বলা হয়েছে। তবে সেখানে যোগদানের পর পূর্ববর্তী পদে দায়িত্ব পালন করবেন তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh