১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৪:১৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২১, ০৪:২৬ পিএম

১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে বিশ্ববিদ্যালয়

আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) টিকা সংক্রান্ত ছক আকারে তথ্য পাঠাতে হবে সব বিশ্ববিদ্যালয়কে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। সভায় এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh