তালেবানের সঙ্গে বৈঠকের পর যা জানালেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১১:০০ পিএম

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

এরদোগান বলেন, তুরস্ক কাবুলে তালেবানের সঙ্গে প্রথম বৈঠক করেছে। কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ককে তালেবান যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছি।  বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী ছিল।’

‘যদি প্রয়োজন হয়, আরও আলোচনার সুযোগ রয়েছে’, যোগ করেন এরদোগান।

এরদোগান বলেন, তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য একটি অনুরোধ করেছে। তবে আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। কেননা সেখানে সবসময় মৃত্যু এবং এরকম দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এর মধ্যে ঝড়ের গতিতে দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এখন গোষ্ঠীটি সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh