দেশে ফিরছেন ১২ বাংলাদেশি ও ১৬০ আফগান ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১০:০৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে খুব শিগগিরই ফিরছেন ১২ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন।

শনিবার (২৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, ১২ বাংলাদেশি আফগানিস্তানের মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। তারা একটি চার্টার্ড বিমানে খুব শিগগিরই দেশে ফিরবেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও রয়েছেন।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ১২ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না।

দেড় বছর আগে কো‌ভিড-১৯ মহামা‌রির কারণে বিশ্ব‌বিদ্যালয় বন্ধ হলে ১৬০ জন আফগান ছাত্রী নিজ দেশে যান। এখন বাংলাদেশে বিশ্ব‌বিদ্যালয়‌টি খোলার প্রস্তু‌তি শুরু হওয়ায় তারা চট্টগ্রামে ফিরতে গিয়ে বিপাকে পড়েন।

কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh