ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনাকবলিত নৌকাটির উদ্ধার কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১২:১৫ পিএম

নৌকাটির উদ্ধার কাজ চলছে। ছবি- স্টার মেইল

নৌকাটির উদ্ধার কাজ চলছে। ছবি- স্টার মেইল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী টিমের সদস্যরা। আজ রবিবার (২৯ আগস্ট) সকালে নৌকাটি উদ্ধারে পুনরায় কাজ শুরু করা হয়েছে। নৌকাটি উদ্ধারের মাধ্যমে তিনদিনের উদ্ধার কাজের সমাপ্তি করা হবে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ২০টনের একটি চেইন কাপ্পার মাধ্যমে এটি পানির নীচ থেকে উপরে উঠানো হবে। 

জেলা প্রশাসক হাত উদ দৌলা খান জানান, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোনো মরদেহ থাকার সম্ভাবনা নেই এবং স্বজনদের পক্ষ থেকেও নিখোঁজের অভিযোগ আমরা পাই নি। এর পরেও নৌকাটি উদ্ধার করে উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে লইসকার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই নৌকার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারেরর পক্ষ থেকে সাতজনকে আসামি করে বিজনগর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় নৌকার মাঝিসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh