এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা, ভেঙেছে ফেরির মাস্তুল

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৯:৩০ এএম

রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফাইল ছবি

রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফাইল ছবি

এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দিয়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে এ ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়। স্প্যানটি নদীর পানি থেকে প্রায় ১৮ মিটার উঁচু।

আজ সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ‘ওয়ান-বি’ নামের স্প্যানে ধাক্কা লাগার এই ঘটনা ঘটে। ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যুক্ত হতে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ আগস্ট এই ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের ধাক্কা লেগেছিল। এতে পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়।

মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh