পুঠিয়ায় স্ত্রীকে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১০:৫৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যৌতুকের টাকার দাবিতে মারপিট করে স্ত্রীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগে স্বামী আমেদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার (২৯ আগস্ট) নির্যাতনের শিকার ওই গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার হয়। 

আমেদুল উপজেলার কান্দ্রা গ্রামের মৃত. নইমুদ্দিনের ছেলে।

জানা গেছে, কান্দ্রা গ্রামের আমেদুল ইসলামের সাথে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই ভুক্তভোগীর। সংসার জীবন শুরুর কিছুদিন পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হলে প্রায়ই স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিকভাবে অত্যাচার ও নির্যাতন করত আমেদুল। 

ওই গৃহবধূ বলেন, হঠাৎ গত শনিবার (২৮ আগস্ট) যৌতুকের দাবিতে দুইজনের মধ্যে ঝগড়া হলে মারধরের এক পর্যায়ে স্বামী আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাথার চুল কেটে দেয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় আমেদুলের স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh