ভাসানচরে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোর আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১১:১১ এএম

আটক রোহিঙ্গা কিশোররা। ছবি : নোয়াখালী প্রতিনিধি

আটক রোহিঙ্গা কিশোররা। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচরে চোরাই মালামালসহ চার রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

এর আগে গতকাল সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে তাদেরকে আটক করা হয়।।

আটকরা হলেন- মো. এরশাদ (১৪), মো. রফিক (১৩), কামাল হোসেন (১৫) ও ওমর ফারুক (১৩)।

এসপি শহীদুল ইসলাম জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা ওই চার রোহিঙ্গা কিশোরকে মালামালসহ আটক করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh