উখিয়ায় রামদাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০১:৫৪ পিএম

বাদল কর্মকার ও হোসেন আহম্মদ

বাদল কর্মকার ও হোসেন আহম্মদ

কক্সবাজারের উখিয়ায় রামদা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১২টি রামদা জব্দ করা হয়েছে। এসময় অবৈধ রামদা তৈরির অভিযোগে আটক করা হয়েছে কামার ও তার সহযোগী রোহিঙ্গাকে।

গতকাল সোমবার (২৯ আগস্ট) মধ্যরাতে থাইংখালী বাজার এলাকার একটি কামারের দোকান থেকে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ির তুমব্রু বাজার পাড়া এলাকার মৃত বসন্ত বালা কর্মকারের ছেলে বাদল কর্মকার (৩৯) এবং ক্যাম্প ২/ই ব্লক এ/১ এর এফসিএন নং ১২১৫৬৭ এর বাসিন্দা মৃত নজির হোসেনের ছেলে হোসেন আহম্মদ (৩২)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সঞ্জুর মোরশেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, থাইংখালী বাজারে একটি কামারের দোকানে রামদা তৈরি করা হচ্ছে। এসব রামদা রোহিঙ্গা ক্যাম্পের একটি গ্রুপের কাছে বিক্রি করা হবে। এমন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তারুল জলিল মার্কেটে বাদলের দোকানে অভিযান পরিচালানা করা হয়। এসময় ১২টি রামদা জব্দ করা হয়। আটক করা হয় রোহিঙ্গা ও বাদলকে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh