ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০১:৫৭ পিএম

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহতরা

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহতরা

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলী সাথে সেলিমের সমর্থক মামুদ আলী জমি কেনা-বেচা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। 

শৈলকুপা থানা উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh