সিলেট বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৮০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৩:৫৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আটজনের মৃত্যু হয়েছে। আর এসময়ে নতুন করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯০০ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৮৯ শতাংশ। নতুন শনাক্ত নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৯৪ জনে। একই সময়ে সিলেটে ১৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৪৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া আটজনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৭৭ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

এসময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের ১২ জনই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh