খুলনায় জুটমিল চালু ও বকেয়া দাবিতে অনশন

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৪:৩৩ পিএম

অনশন কর্মসূচি

অনশন কর্মসূচি

খুলনায় ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্সসহ বন্ধকৃত বেসরকারি জুটমিল চালু, শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনশন কর্মসূচি পালিত হয়েছে।  

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত ২ ঘণ্টা খুলনা বিভাগীয় শ্রম কার্যালয়ের সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজিঃ ১০) উদ্যোগে এ অনশন কর্মসূচি পালিত হয়।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আ. ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মো. আবজাল হোসেন, মন্টু চৌধুরী, ইমরান শেখ, সোনালী জুট মিল শ্রমিক নেতা মো. নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, ওবায়দুর রহমান, লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া। আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মো. এলাহী, মাহাতাব, লুতফর হোসেন, বক্তিয়ার হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, সরকারি জুট মিলের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হলেও বেসরকারী জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শ্রম আইন অমান্যকারী মিল মালিকদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর ফুলবাড়ীগেটে বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে খুলনা যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh