পর্তুগাল দলে যোগ দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৪:৫৪ পিএম

ক্রিশ্চিয়ারো রোনালদো

ক্রিশ্চিয়ারো রোনালদো

বিশ্বকাপে আগামী মাসে ইউরোপীয়ান বাছাইপর্বকে সামনে রেখে সোমবার পর্তুগাল জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সদ্য চুক্তিবদ্ধ ক্রিশ্চিয়ানো রোনালদো।  

যদিও এখনো ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নামা হয়নি রোনালদো। আন্তর্জাতিক বিরতির কারনে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সিআর সেভেনকে অপেক্ষা করতে হবে। ৩৬ বছর বয়সী রোনালদোর দল পর্তুগাল বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের মোকাবেলা করতে যাচ্ছে। আর এই ম্যাচে গোল করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ইরানী ফরোয়ার্ড আলি দাইয়ের সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ডকে ছাপিয়ে যাবার সুযোগ থাকছে রোনালদোর সামনে।

এক সপ্তাহ পর দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে পর্তুগাল। এই দুই ম্যাচের মাঝে  বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পর্তুগীজরা। 

এর আগে শুক্রবার জুভেন্টাস থেকে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর দলে ভেড়ানোর ঘোষনা দেয় ইউনাইটেড। রোনালদোর ইউনাইটেডে যোগ দেয়ার খবর সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই ম্যান ইউনাইটেডের অফিশিয়াল একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এর মধ্যে ইনস্টাগ্রামের পোস্টটি গড়েছে রেকর্ড। ইনস্টাগ্রামে রোনালদোর যোগ দেওয়ার ঘোষণায় যত লাইক পড়েছে, ক্রীড়া ইতিহাসে কোনো দলের কোনো পোস্টে এত লাইক কখনো পড়েনি।

আগামী ১১ সেপ্টেম্বর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে রোনালদোর দ্বিতীয় দফায় ইউনাইটেড অধ্যায় শুরু হবার সম্ভাবনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh